‌ভি. আই. পি দের উৎপাত
রাস্তা ঘা‌টে খুব বে‌শি,
জনগণ চিৎ পাৎ
রাস্তা বন্ধ খায় খা‌বি।
রাস্তা ব‌ন্ধের ফাইজলা‌মিটা
চল‌তে থা‌কে ঘণ্টা চার,
অসহায় জনগণ সব,
প‌থে বসা, দিন কাবার।
রাস্তা দি‌য়ে চ‌লে না গা‌ড়ি
প‌থে হাটাও বন্ধ,
‌ভি. আই. পি টা যা‌বে এখন
প্র‌টোকল নয় মন্দ।
উল্টা প‌থে চালায় গা‌ড়ি
‌নি‌জেও চ‌লে সেই প‌থে,
জনগ‌ণের রক্ষ‌কেরাও
‌ভি. আই. পি দের পা চা‌টে।
পা চাটা এই কুকু‌রের দল
পাকায় ঘোট অনাহূত,
‌ভি আই পি দের নানান ছল
চ‌রিত্রটা অনাবৃত।
‌পাড়া কিংবা মহল্লায়
‌ভি. আই. পি রা যেখা‌নে,
‌টিকা দায় হল্লায়
জনগণকে কে মা‌নে?
‌নেতা থে‌কে চামচা
দাপ‌টে বা‌চিনা,
জনগণ কি আবার
‌কোথাও‌তো দে‌খিনা।
ভি. আই. পি দের ব‌দৌল‌তে
কত কিছুই দেখা হয়,
বা‌শের চাই‌তে কঞ্চি বড়
কথাটা খুব মিথ্যা নয়।


দল ও মত নির্বি‌শেষ
‌ভি. আই. পি দের সু‌বিধা,
জনজীবন দু‌র্বিষহ,
‌নেই কোন সমাধা।
বড় বড় বাত‌চিৎ,
কা‌জের বেলায় ঠনঠন।
‌নি‌জের বেলা ষোল আনা,
জনগ‌নের আশা কম।


এমনত‌রো প‌রি‌স্থি‌তি,
কা‌জের চাই‌তে অকাজ বেশী।
‌ভি. আই. পি দের আরম্ব‌রে,
লা‌ভের চাই‌তে ক্ষ‌তিই বেশী।


ভি. আই. পি চাই না মোরা,
চাই না মোরা ভোগা‌ন্তি।
‌প্রোটক‌লের বাগারম্বর,
যন্ত্রনাটা অগুনতি।
এত ঝা‌মেলার ভি. আই. পি
‌কি দরকার এই দে‌শে!
অকর্মার এই ঢে‌কিগু‌লো
‌ভোগা‌ন্তিই বাড়ায় শে‌ষে!