মুছে গেছে যত রং ছিলো দেয়ালে,নিভে গেছে রাস্তার শেষ বাতি
অবেলায় অবহেলা জমে জমে,গড়েছে চতুর চাষী-মৌচাক
গান নেই প্রাণে,ঢেউহীন নদে, অশ্রু থেমে থেমে ঝরে
আমিই পথিক ভীষণ বোকা,আজো চলছি-এলোবেলো।