দুপুর বেলার গল্পটা যখন মিথ্যা হয়ে গিয়েছিল
তখন সন্ধ্যা ছিল
আর সেই রাতের গল্পটা!
এখন আর মনে করতে পারি না
মনে করতেই ভেসে আসে
আগুনে পুড়া কিছু কাঠ টুকরা
তার আগে প্রাণবন্ত ছিল এই ভষ্ম কাঠ
আরো আগে ফুল ফোটতো এই গাছে
ফল হতো মিষ্টি রসালো।
কালবৈশাখী ঝড় এল তার মতো হঠাৎ
গাছটির কত না মিনতি ছিল
আমি বাঁচতে চাই- বহুকাল।
উপড়ে গেল!
উপড়ে গেল গাছটি।তখন সন্ধ্যা ছিল
আর প্রাণহীন গাছটি পুড়ছিল যখন
অমাবস্যার রাত ছিল।
হয়ে উঠল সমাপ্তির গল্প।