বাড়ি পুড়ছে,নগর পুড়ছে,পুড়ছে এক এতিম জাতি
শিশু মরছে,বৃদ্ধ মরছে,যুবক মরছে কিছু নেই বাকি,
পুড়ে হচ্ছে অঙ্গার, কেটে বসাইছে মাংসের ভাগ
দেখে সব, চেতনা আমাদের আজ করেছে ত্যাগ।


ধর্মের নামে স্বজাতির মাংস খাওয়া হায়েনা,শকুন
কানের পর্দাভেদ করেনা তাদের, চিৎকার নিদারুণ,
আফিমের নেশায় মত্ত বিবেক শান্তির ফেরি করে
কত শান্তির অংকুর পিষ্ট তার অভিজাত পদাভারে।