বাংলার মাটিতে আম এক ফল-
দেশীয় ফলের রাজা,
স্বাদ গুণে রেখেছে তার স্থান অটল-
খেতে লাগে ভারী মজা।


বাংলাদেশে আমের হয়-
কয়েকরকম ফলন,
একেক আম একেক স্বাদের-
ভিন্ন আকার এবং ধরণ।


রাজশাহীকে বলে আমের জেলা-
সুস্বাদু আমের জন্য,
ফজলি,ল্যাংড়া,গুটি, ইত্যাদি আম-
জেলাকে করেছে ধন্য।


দেশজুড়ে ফলে অন্যান্য আম-
আকারে ছোটো হয়,
হয় হবে মিষ্টি নয় হবে টক-
ভাগ্যের পরিচয়!


ইদানীং এসেছে আম্রপালি-
হাইব্রীড প্রজাতির আম,
ছোটো ছোটো গাছে বাম্পার ফলন-
কুড়িয়েছে বেশ সুনাম।


কাঁচা আমার ভর্তা হয়-
কেওবা বানায় আচার,
আমসত্ত্ব বানায় গ্রামে-
শহরে এলেই ম্যাংগোবার!


জ্যাম,জেলি,জুস ইত্যাদি-
আমেরই মেহেরবানি,
আমের তৈরি খাদ্যদ্রব্য-
হয় বিদেশে রপ্তানি।


আম সবার প্রিয় ফল-
যুগযুগ ধরে প্রসিদ্ধ,
আসুন ফর্মালিন জাতীয় দ্রব্য না দিয়ে-
আমকে রাখি বিশুদ্ধ।।