কচুর পাতায় জমে পানি-
দেখলে জুড়ায় দৃষ্টি,
ধরার বুকে আশীর্বাদ-
হয়ে নামে বৃষ্টি।


বৃষ্টি হলে ফসল ফলে-
জঞ্জাল হয় সাফ,
সূর্যের তেজে ছটফট প্রাণ-
পায় ক্ষণিকের মাফ।


বৃষ্টি ছাড়া লাগে খরা-
বেশী হলে হয় বাণ,
জীবন মরণ দুটোর উপরেই-
বৃষ্টির বড় দান।


বৃষ্টি হারায় নিয়ন্ত্রণ-
পরিবেশ করলে দূষণ,
এসিড কিংবা শিলাবৃষ্টিতে-
ক্ষয়ক্ষতি হয় ভীষণ।


আসুন বেশী করে করি বৃক্ষরোপন-
প্রাকৃতিক ভারসাম্য সৃষ্টি,
আশীর্বাদ হয়েই নামুক-
মোদের কাছে বৃষ্টি।।