ইসরায়েলের আঘাতে-
পুড়লো যখন গাজা,
গলা ফাটিয়ে চাইলে তুমি-
ইহুদিদের সাজা।
বাংলাদেশে যখন তোমার-
হিন্দু ভাইটা মরে,
তখন কেন কোনো প্রতিবাদ-
পাইনা তোমার স্বরে?


হিন্দু তুমি সংখ্যালঘু-
চাচ্ছো সুযোগ সবটা,
নাক সিঁটকে কেন চলে যাও?
দেখে রহিমের শবটা!
বিদেশে মন্দিরে হলে হামলা-
প্রতিবাদ করো জোটে,
এলাকার মসজিদে মানুষ মরলে-
আওয়াজ শুনিনা ঠোঁটে!


খ্রিষ্টান তুমি গগন ফাটাও-
মরলে কোনো আমেরিকান,
যিশুর ক্রোধে ধ্বংস হোক-
ইরাক-ইরান আফগান।
নিজেরদেশে অকপটে মরে,
মুসলমানের শিশু,
তখন কেন ঘুমিয়ে থাকে-
বঙ্গদেশের যিশু!!


বৌদ্ধ তুমি শান্তিপ্রিয় -
প্রাণীহত্যা মহাপাপ,
ভিক্ষুর হাতে রোহিঙ্গার রক্ত-
দেখিনা কেন অনুতাপ?
কেন জানালেনা প্রতিবাদ তুমি-
নিজ ধর্মের প্রতি?
গৌতমবুদ্ধের শান্তির বাণী-
এখানেই তবে ইতি?


সবার উপরে মানুষ সত্য-
তাহার উপরে নাই,
তবে কেন আজ মানুষ মরছে-
দিয়ে ধর্মের দোহাই?
ধর্মের কলে তবে কেন আজ-
পিষেছি মানবতা?
খাতা-কলমেই শুধু কি রবে-
বাঙালি জাতীয়তা??


বিঃদ্র- এই কবিতাটি কবি আখতারুজ্জামান আজাদ এর 'আওয়াজ এবার তোলো' কবিতা থেকে অনুপ্রাণিত হয়ে লেখা।