নিস্তব্ধতার কোলাহলে,
নিজেকে আবিষ্কারের মাঝে কোন বিশেষত্ব নেই,
আছে কিছু কাল্পনিক পাশবিকতার যন্ত্রনা...
.

শির্ণ কাগজের কিছু বোবা ভাষা,
আজ বেহালার সুরের ন্যায় অবশ,নিস্ক্রিয়,হতাশা
শব্দ গুচ্ছোতে পরিনত হচ্ছে...
.

স্বপ্নের স্মৃতিটাও যখন ভাঙা লাটিমের মতো ঘুরে...
তখন নিজেকে বর্তমানে বাঁচিয়ে রাখা দায় হয়ে যায়
অকেজো মস্তিষ্কের বার্তালাপ-ই বটে....