বিষন্নতার নাব্যতায় আধা কাঁচা কড়চা বেয়ে গাম্বুষ মাপের বেশ কয়েকটা গলদা ধেয়ে আসছে, পাটাতন ফুটো দেখে।
.
কলকলিয়ে পানি উঠছে, বেশতো গোড়ালি ডুবে গেছে দেখছি!!!
লগি নিয়ে পানি মাপছি,
সাঁইত্রিশ পৌষের মাছ ভেসে যাচ্ছে...
দেখে বেশ হাসি ই পাচ্ছে বটে।

সেকি ডজন খানেক কাচকি ফিরছে কেনো???

লগির পানি লাগাম ছাড়া হচ্ছে,
মাঝি কলো, "ভাতিজে কাচকি গুনো লিয়ে লে, টোপ ফেলি বুয়াল ধরবানে"
.
কাকার পানে চেয়ে নৌকাডুবি দেখছি, আশ্চর্য কেউ পানিতে ঝাঁপ দিচ্ছিনা কেনো!!!???