সময়টা মৃত সকালের শেষ ভাগ হবে,ফাঁকা বাইপাস ধরে এগুচ্ছি গঙ্গা বুড়ির গা ঘেষে,
বাহ্যিক দৃশ্যপটগুলো বেশ অগোছালো,
তথাপি ২০৬ সংখ্যাটির সুকান্তবৃতির "মত" পার্থক্য তাম্রলিপিতে সেটে দেওয়া দেখে থমকে গেলাম...
.
কিছু উজবুকের যুক্তির দ্রাব্যতায় করতালি পড়ছে, বাহ মন্দ নয়...
হন্টন গতি বাড়িয়ে দিয়ে ভাবলুম,
উজবুকেরা, কপালের কালো দাগ মুছবে???
সেও আবার কপালে দিনে পঞ্চবার সিলমারা ঘর পুড়িয়ে???
পোড়া ট্রেনের যাত্রীদের হাসিতে বেশ হিংসে হচ্ছে,
আবাবিলের অপেক্ষার প্রহর শেষে উজবুকেরা বাড়ি ফিরছে স্বস্তির ঢেকুর গিলে,
.
ওহে উজবুকের দল,
.
হলে বসে পরিদর্শকের সামনে অট্টহাসির রঙ্গ???
লাল কালি,
পরিদর্শক লাল কালির ছিটে না দেয়ার জায়গা খুচ্ছেন,
বাহ কি তাজ্জব, লাল পাতায় আবার লাল কালি ফেলা যায় নাকি!!!!!!!