চলতে চলতে অনেকটা পথ
পেছনে ফেলে আসা
এগিয়ে চলার গহীন টানে সাফল্যের শিখরে,
তবু - - -
স্মৃতির সরণী বেয়ে -
মাঝে মাঝে ফিরে যেতে হয় অতীতে।
সুখ-দুঃখের অন্দরে
দেখা মেলে - দুএকটা ভাঙা খেলনার কিংবা......


মনে পড়ে -
আষাঢ় মাসে ভিজতে ভিজতে
স্কুল থেকে ঘরে ফেরা
মায়ের হাত ধরে মেলা ঘোরার আনন্দ ইত্যাদি।
হাত আজও হাতেই আছে
শুধু হাত ধরার লোকটা আলাদা।