তুই আর আমি-
বহুদিন পর আবার-
আগের মতো মুখোমুখি।
চোখের ভেতর চোখ অপলক-
কথা নেই করো মুখেই।
যদিও বুকে জমে আছে-
না বলা সব কথার পাহাড়।
তোকে না পেয়ে আমার-
কথাগুলো সব কবিতা হয়েছে।
আর আমার বিহনে তোর-
কথাগুলো আছড়ে পড়ে ঢেউ হয়ে।