কিরে, আজ কী এনেছিস?
আজ্ঞে কত্তা, একটা স্বপ্ন।
তাই নাকি! তো ঝোলা খুলে বের কর।
না দেখে কিনবো কিভাবে?
আজ্ঞে কত্তা, সে দেখবেন খন।
কিন্তু দেখে ফেললে যে আর-
কিনতে চাইবেন না, স্বপ্নখানা।
তাই বলে না দেখেই কিনে ফেলবো!
যত্তসব! ধরিবাজের দল।
রাগ করবেন না কত্তা-
আমাকে তো ব্যবসা টাও দেখতে হয়।


ঠিকআছে, নাহয়, নাই দেখালি,
কিসের স্বপ্ন, সেটাতো বলবি!
ওইসব দিনবদলের হাবিজাবি-
ধরিয়ে দিসনে যেন। আগেই বলে রাখলাম।
না না কত্তা, এটা একটা না পাওয়ার স্বপ্ন।
সারাজীবন সাধনা করে যা পাননি,
এই স্বপ্নে আপনি তাই পাবেন।


তাই! তাহলে ঠিকআছে। দামটা বল।
একদম আজেবাজে কিছু চাইবি না-
প্রথমেই বলে রাখছি।
ছি! ছি! কত্তা! আপনি হলেন আমার-
ওই, যাকে বলে বাঁধা খরিদ্দার।
ধানাই-পানাই রাখ, দামটা বল।
আজ্ঞে কত্তা, প্রথমবার কারাগার থেকে-
মুক্তি পেয়ে যে আনন্দটুকু পেয়েছিলেন-
সেটা হলেই আমার আর কিছু চাইনা।


কী! লোভী, পাষণ্ড, বর্বর কোথাকার!
সামান্য স্বপ্নের বদলে তুই-
স্বাধীনতার স্বাদ চাস!
তোর সাহস তো কম না!
আজ্ঞে কত্তা, আপনাদের দোয়ায়-
সাহস কিছুটা আছে বৈকি।
আর স্বপ্নকে সামান্য কেন বলছেন?
স্বপ্নই তো সকল নতুনের জন্ম দেয়।
আর স্বপ্ন থেকেই তো স্বাধীনতা আসে।


ঠিকআছে, ঠিকআছে। আর জ্ঞান ঝাড়তে হবেনা।
দে তোর ঝোলা, দেখি কি ছাইপাশ এনেছিস।
তা, এটা খাবো নাকি মাথায় দেব?
আজ্ঞে কত্তা, ঝোলার ভেতর
ব্যবহার বিধি দেয়া আছে।