আকাশের নিচে, ধরণীর পরে-
দাঁড়িয়ে আছি, তোমার তরে।
তুমিই যদি বাড়াও হাত-
চলে কি যাবে তোমার জাত?


নদীর পানি, শব্দ করে।
ফুলগুলো সব, ঝরেই পড়ে।
তোমায় ভেবে, আমার মনে-
বিষাদ ঝরে, ক্ষণে ক্ষণে।