জ্বলন্ত আগুন হয়ে এসেছিলি তুই-
আমি ছুটে গিয়েছি পতঙ্গের মত।
তোর তাপে ডানাগুলো হয়েছে ছাই-
তুই কিন্তু ফিরে দেখিসনি একবার।


রাতের পর রাত বিনিদ্র এই আমি-
মিলিয়েছি তোর না বলা হিসেব।
এখন আমি ক্লান্ত হয়ে দুচোখ বুঁজেছি।
জেনেছি এই ধ্রুবতারাটাই কেবল কথা রাখে।