পথের ধারে আজ একটি শিশু-
উল্টো ঘুরে দাড়িয়ে করছিল হিসু।
পরনে তার ছেঁড়া একটি পাজামা-
পুরোটা জুড়ে  ফুটো আর তালির হাঙ্গামা।


পাশ ঘেঁষে এক পথিক হাঁটতে হাঁটতে-
যাচ্ছিলো পুরোনো স্মৃতি চাটতে চাটতে।
দুই আঙুলের ফাঁকে ছিল একফালি আয়ু-
কষে কষে টান মেরে ছাড়ছিলো বায়ু।