ভাবছি কিছু জোনাকি পুষবো।
কেন! এতকিছু থাকতে জোনাকী কেন?
কারণ, আমার অমাবস্যা ভালো লাগে।
কেন? পূর্ণিমা ছেড়ে অমাবস্যা কেন?
অমাবস্যার মত তারার হাট যে পূর্ণিমায় বসেনা।


বুঝলাম, কিন্তু এর মাঝে জোনাকী কেন?
তোমার চুল যখন উড়বে এলোমেলো বাতাসে-
আমি তখন জোনাকীদের বলব-
তোমার চুল জুড়ে বসে থাকতে।


তাই! তাতে কী হবে, শুনি!
তোমার মাথা হবে শ্রাবণের আকাশ-
আর জোনাকীরা হবে তারা।,
আমি হবো এক টুকরো-
অমাবস্যার আকাশের একচ্ছত্র অধিপতি।