আচ্ছা বলতো-
অশ্রুর স্বাদ লবনাক্ত কেন?
এ আর এমন কি!
সবাই জানে, সাগরের জল নোনা।


এরমধ্যে আবার সাগর এল কোত্থেকে?
কেন! অশ্রুতো সাগর থেকেই আসে।
যত্তোসব বাকোয়াজ!
গাঁজায় দম দিচ্ছিস নাকি আজকাল?


শোন, প্রত্যেক মানুষের বুকেই-
লুকানো থাকে একটা সাগর।
সুখ বা দুঃখের খোঁচা লাগলে-
সেই সাগরে ঢেউ উঠে।


সুখ বা দুঃখ খুব বেশি হলে-
সেই সাগরে ঝড় ওঠে, আসে জলোচ্ছাস।
এই জলোচ্ছাস ই হলো কান্না।
যার সুখ বা দুঃখ যত বেশি
তার অশ্রুতে লবন তত বেশি।