আরও একটা দিন গেল।
আরও একদিন বাড়লো বয়স।
প্রবাহমান মহাকাল বয়ে গেল আরও কিছুটা।
হৃদয়ে জমা হচ্ছে অবসাদ।
অস্তিত্বে জমছে ক্লান্তির প্রলেপ।
কেবল বেওয়ারিশ ইচ্ছেরা ডানা ঝাঁপটায়
বায়ুনিরুদ্ধ বুকের প্রকোষ্ঠে।


ঘুড়ি উড়াতে ইচ্ছে হয় খুব।
লাল রঙের একটা ঘুড়ি।
লেজটা হোক গাঢ় নীল।
দূর আকাশে উড়ে বেড়াবার মাঝেও
তার বন্ধন থাকবে আমার হাতের লাটাই এর সাথে
মেঘ ভেদ করে চলে যাওয়া ঘুড়ি
মুক্তির আনন্দে নেচে বেড়াবে গগন থেকে গগনে।