সহস্র বছর ক্ষয়েছে এ দেয়াল-
ভাঁজে ভাঁজে তার লুকোনো খেয়াল।
হয়তো ঝুনঝুন নিক্কনে কোন কিশোরী-
নেচেছিল তার কিশোরের আরাধনায়।


সেই নিক্কন আজ আর নেই।
বাতাসে ভাসেনা সেই কিশোরীর উচ্ছাস।
তুমি আর আমি আজ বর্তমান।
পুরনো সেই ভালোবাসা আজও বর্ধমান।