নেকড়েগুলো ঝাড়ছে নেকীর বুলি।
হায়েনাগুলো দেখাচ্ছে নৈতিকতা।
ধর্মের কল নাকি বাতাসে নড়ে-
কিন্তু চাপা পড়ে আছে মনের কথা।


কাটাচামচ আর ছুড়ি চাইছে মৃতভোজী শকুন।
চিৎকার করে মদ চাইছে রক্তচোষা উকুন।
ব্যবহারে নাকি হয় বংশের পরিচয়-
মুছে যাচ্ছে ঐতিহাসিক সব নয়-ছয়।


প্রজাপতি গুলোর উঠেছে বিষদাঁত আর
পাখিগুলো শিখেছে কর্কশ চিৎকার।
কোকিলের নাকি ঘর হয়না কোনোদিন-
কাকের কাছে তাই তার আজন্ম ঋণ।