দেখবি আমি চলে গেলে
পড়বে মনে                    বারে বারে
           দিন দুপুরে রাত্রি এলে
কাঁদবে বোসে                স্মৃতি ধরে।
  
      দেখবি আকাশ জানলা খুলে
পাবি নারে                      দেখা তারে
       মিশে যাব আকাশ নীলে
দির্ঘ দিনের                      অনাদরে।


           তন্দ্রা হীনে স্বপ্ন পুরে
যখন তখন                  পড়বে মনে
      যেখানেতেই যাবি ওরে-
জনরবে                      বা  নির্জনে।


        গাছ কাকলি জুই মালতি
সোবাই তোরে                 কাঁদাবেরে-    
         কুসুম কলির যত অলি
আসবে উড়ে                অতীত স্মরে।


         তোর আকুতি বৃথায় হবে
মিথ্যে আশার                   অপেক্ষাতে-
         দিন কাটবে এমনি ভাবে
সকাল বিকাল                   রাত্রি প্রাতে।


       ফিরবো তবু জেনে থাকবে-
গভির রাতে                   তন্দ্রা এলে
       তোমায় এ মন ছুঁয়ে যাবে-
আঁধার সেজে               জানলা খুলে।


        অপার প্রেমে  স্তব্ধ হয়ে
দেখবো তোমায়            হৃদয় ভরে
        মুখের পানে চেয়ে চেয়ে
চুল সরিয়ে                  গালটি ধরে।


           উড়ু খুড়ু চূল গুলোকে
বেঁধে দেবো                  পরান ডোরে
         হয়তো তখন স্বপ্নলোকে
আমার সাথে                  আমার ঘরে।