প্রকৃতির এক ভূস্বর্গ
কি সুন্দর ভারতবর্ষ।
গুজরাট থেকে বাংলা
জম্মু থেকে কেরালা‌।
সবুজে সবুজে ঘেরা
এদেশের সীমারেখা।


কাবেরি কৃষ্ণা নর্মদা গঙ্গা
গোদাবরী সিন্ধু মহানদী যমুনা।
অসংখ‍্য নদীর কল্লোল ধ্বনি
নন্দন কাননে আনে মাধুরী।
মন্দির মসজিদ মন্ত্র আজান
চারিধারে ধ্বনিত সত‍্যের জয়গান।
নানান ধর্ম জাতির দেশ
তবুও নেই হিংসা দ্বেষ।
দোয়েল কোয়েল শ‍্যামার ডানায়
ভূখন্ড রঙিন রাঙিমায়।
মাধবি কামিনি কাঞ্চন ফুলে
সুভাষে সুভাষে ভূতল দোলে।
অপূর্ব রাত ঘনিয়ে আসে
ঝিঁঝিঁর শব্দে দিনের শেষে।
পেঁচার চোখে রাতকাটায়
মোরগের ডাকে প্রহর ঘনায়
অন‍ন‍্য ভূষনে মনোরম বেশ
বিশ্বে নেই এমন দেশ।