আজ আমি একলা
মাথার ওপর আকাশ টা ফেকাশে,দিগন্তে কান্না
সমগ্র পৃথিবীর বিচ্ছেদ হতাশা যেন
আমার হৃদয়ের পাঁজরে পাঁজরে গেছে গেঁথে।
আমার নিরালা দুপুর বিয়োগ শোক আর
বিরহের গান আর নিরবে কাটে।
উষার সোনালী সূর্য ডাকে কই
আজকে আমাকে?
দুঃস্বপ্নের মোড়কে রেখেছি স্মৃতি বেঁধে
কান্নার জ্বলে ভাসছে প্রেম ভালোবাসা,
সেদিনের সুন্দর তরী গেছে ডুবে।
তাই আমি একলা, একাকিত্ব বহি
হাহাকার ঝি ঝি পোকার শব্দ রাতে-
টিপ টিপ জোনাকি আর একলা পেঁচার সাথে।
আমার আনন্দ ফুরিয়েছে গ্রীষ্মের প্রখর রৌদ্রে-
বর্ষার মেঘে ঝরেছে তার দুঃখের অশ্রুধারা,
বসন্তের রঙিন ফুল ঝরে গেছে আজকে
বেরঙিন বাস্তবতায়- ভালোবাসার ডাল থেকে।