পৃথিবী থেকে দূরে নির্জনে;
ঘুমিয়ে পড়ে ছিলাম আর উঠবো না ভেবে।
তবু তারা তিমিরের ঢের বয়স হলে-
মোরগ কন্ঠে সূর্য্যোদয়ে জেগে উঠে দেখি
বুকে তীর গাঁথা- চোখের জলে পরাস্ত পাখি।
মোঘল পাঠানদের সাম্রাজ‍্যের জীন
নদী নির্ঝর কাঞ্চন ফুল তেমনী রঙিন-


তন্দ্রা আসক্ত কয়েদি বেদনায় জেগে উঠে
চোখ তুলে দেখে অসংখ‍্য নিরপরাধি নিকটে
অগনন ব‍্যথায় অসীমিত মানুষের কান্না
ক্লান্তিহীন চোখে নিদ্রাহীন অশ্রূবন‍্যা-
জনহীন তমঃ মমীনবাক্সে কখনো তবু ঘুম আসে
শিয়াল কুকুরের রাজ‍্য থেকে বহুদূরে-
অদূর বাড়ীর বন্দিটিয়ার আর্তস্বর কানে এলে
সেও ঘূমিয়ে পড়ে মাঝে মাঝে মমীনে- জেলে-


তবু পুনরায় জেগে উঠে পৃথিবীর কোলে
এক বোধের জন্ম নেয় অতন্দ্র রাতে-
ক্রমাগত মন হূন সাম্রাজ‍্যে বাস করে
জীবন ইতিহাস পৃথিবী চেতনার সারাৎসারে।