সূর্য্যশূন‍্য দিগন্তের বিস্তৃত নেউল ধূষর মেঘ
গুম করে এসেছে শ্রাবনী মদু বাতাসে-
চারিদিকে বৃষ্টি হওয়ার নিঃষ্ফল্লা প্রয়াস
মেঠো কামিনের রিক্ত চোখ তাই চেয়ে আকাশে।


তবু আগাছার সবুজ অপার প্রান্তরে
ব‍্যর্থ ব‍্যঙের সূর চারিদিকে ছড়িয়ে-
ধান‍্যচারার তলায় বিমর্ষ বেদনা উগরে দেয়
ক্ষুদ্র জলাশয়ের শেষ ঠিকানার অনুসন্ধানে।


চূরুটের দুদন্ড শান্তির আস্বাসে ঘুমিয়েছিল
কাদামাখা কামিনের ক্লান্ত শরীর-
স্বপ্ন নয়- বহুকাল কেটে গেছে এমনি দেখেই
সবুজে সবুজে সীমাহীন শষ‍্যভরা উজ্জ্বল শিশির।


বৈশাদৃশ‍্য ক্রমে মানুষী মেঘের বিবর্তন-
শার্দুল স্বভাবে সভ‍্যতার বৃষ্টি লীন
কৃষ্ণচূড়ার ফুলে নেমেছে আঁধার
প্রকৃতির লালীমা নন্দন অনেকটাই ক্ষীন।