চৈত্রের রাতে আজ পেতেছি শিবির
শাল শিরিশ সোনাঝুরি বনে-
ঝড় বিদ্যুৎ শীতল শিহরন!
গহন অরণ্যে শত শত জীবের হৃদয়ে;
আমিও অনুভব করি-
মেঘের মৃদু শব্দে জেগে ওঠে।
অসংখ্য পাখিদের শব্দ হারিয়েছে
ঘন আঁধারের বুকে-
যেন আমিই জেগে আছি
তারেই পেতেছি টের।
স্বতন্ত্র সৃজনের সৌন্দর্যে হারিয়েছি আমি
স্মৃতি সংসার প্রিয়জন-প্রিয়তমাকেউ।
বহু বছরের অতৃপ্ত ঘুমের স্বাদ
জেগে আছে মনে চোখের কিনারে।
আমি পেয়েছি তৃপ্ত ঘুমের আলিঙ্গন
ঝড় বৃষ্টি বিদ্যুৎ নীরদ গর্জন মুখর
এই বসন্তের রাত্রে।
তবু ঘুমের স্পৃহা নেই চোখে,
উন্মুক্ত এই শিবিরে।
হিংস্র মানবিক হাতে ধরেছি
কোমল বিশ্ব কে-
কোটি কোটি জীবের যে মৃত্যু হয়েছে
আমার এই দুহাতে,
চেতনা জ্ঞানে বোধে তারেই টের পাই
আমার এ তৃপ্ত ঘুমের স্বাদে।
তারাও কি নয়? এ রাতের-
জীবন সৌন্দর্য ভালোবাসা।
আমি এই চৈতি বসন্তের রাত্রে শিবির পেতেছি
শাল শিরিশ সোনাঝুরি বনে-
ঝড় বৃষ্টি বিদ্যুৎ নীরদ গর্জন মুখর
গহন আঁধারেরে বুকে।