যদি আরো কোনো দিন দেখা হয় তার সাথে
আমাদের দশ- দশটা বছর পরে
ব্যস্ত বাজারে অথবা রাস্তায়,কিংবা উৎসবের রাতে
কি দিয়ে ঢাকাবো এই অশান্ত হৃদয় কে?
ক্লান্ত অভিমান বুকে করে যদি বিক্ষিপ্ত বিদ্রোহ
কতটা ছড়িয়ে যাবে বাতাসে তার বিরহ?
কতটা বাক্যালাপে,কতটা আর সংযমে
ক্ষুব্ধ অতীত টাকে; মুছে দিতে হবে?


ভিন্ন ভাবের আদলে অন্য ভাষার প্রলেপ দিয়ে
মুছে কিভাবে দেবো নিরবে নতুন বিষয়ে?
যদি আরো কোনো দিন দেখা হয় তার সাথে
আমাদের দশ- দশটা বছর পরে।


জেগে ওঠে যদি তার পুরানো স্পর্শ শিহরণ
হঠাৎ করে- করে যদি আবারো হৃদয় হরন?
অজস্র বেদনা ঘনীভূত হয়ে এসে
কোন দোতনায় আটকে যাবে
জীবনের বাস্তবতার চোখের জলে
আমাদের দশ- দশটা বছর পরে।