এখনো অবলোকন পলকে
                          দুটি হৃদয় চঞ্চল
মনের মায়াজাল ছিড়ে
                        শ্রাবণের ঘন ঝড়জল।


সংসার রূঢ় আয়োজনে
                    সে সুপ্ত বাসনা গোপন
বিগত বিষয়ের কথা
                     হয়ে যায় হঠাৎ রোপন।


চোখে চলে ভাবের আবেশে
                   নিবিড় চোখাচোখি কথন
চোখতো নড়ে না তবু-
                           সজল তন্ময় নয়ন।


পার্থিব রূঢ় আয়োজন ভূলে
                            কষ্ট নামে বিভীষণ
অতীত ইতিহাস চিরে
                         আসছে ট্র্যাজেডি ভীষণ।


বিমোচিতহীন দগ্ধ জালায়
                            চলেছে হৃদয় দহন
প্রেমের অব্যক্ত ব্যথায়
                   জীবন উদাসিন বিমূঢ় তখন।