সারাদিন অর্থের পিছনে ঘুরে ঘুরে
যখন রাত্রি সমাগত হয় দ্বারে,
ব্যস্ততার আয়োজন আরো ঘন হয়ে যায়
মানুষের ঘরে ফেরার তাড়নায়-
অবসন্ন জড়নো পায়ের ক্লান্তি
তখন, বাস ধরার প্রতিক্ষা লাগে বিরক্তি
তবু কাকের শব্দ নেই- ট্রাম বাস মোটরের ভীড়ে
ইতস্তত পচাগলা আবর্জনার গন্ধ উড়ে-
অমাবশ্যা কে আলোক পূর্ণিমা বলে
তাও ঘরে ফিরি এই পিঞ্জর কবলে।
গভীর রাতে যেন চিরনিদ্রার কোলে
এক নব পৃথিবী কে পাবো বলে-
নিসর্গ সবুজ সেখানে হরিৎ আলোয়
চোখের জীর্ণতা কেটে যায় সবুজ সচ্ছতায়।
পলাশ সোনাঝুরির ঘন ছায়াতলে
মন যায় ঘুমের মধ্যে শান্তির অতলে-
সারারাত ঘুরে ঘুরে একটি পাখির সাথে 
যখন ঘুম ঠেকে আসে প্রাতে,
জানালার ফাকে আলো এসে পড়ে
ফেকাশে চোখের কিনারে-
চোখ খুলে দেখি সহসা সবুজ পৃথিবী ধূসরে
ভরে গেছে, তিলোত্তমা নগরীর ঢের জনতার ভীড়ে-