নিসর্গ ভূষন বসন্ত বন‍্যা
                    অপরূপ পলাশের ফুলে
একদিন পান্ডুর চাঁদ
                  খেলা করছিল নগ্নডালে।


হঠাৎ ঝলমল করে উঠলো
                          রূপসি বাংলা স্বর্নাভায়
রাঙামাটি নদী খেত মাঠ জলাশয়
                       অজস্র পলাশের শুক্লাভায়।


আচমকা ঘুম ভেঙে দেখে
                         তাবুতে গোধূমরক্ষি কামিন
তার শষ‍্যের শীষ হরীতাভায়
                         কী মনোরম আশ্চর্য্য রঙিন!


সারারাত তার চোখের অতন্দ্রা
                    বিস্ময়ের পলকে পলকে
চিনেছিল এই নবারূন রূপময়
                              শালীন বাংলাকে।