আদিম নগ্নের যুগ হয়েছে শেষ;
এই পৃথিবীর শরীর থেকে-
বাহ্যিক বস্ত্রের নানান বাহারে
মানবতা আধুনিক।
ধূসর অন্ধকারে লালিত নগ্নহৃদয়
এখনো বস্ত্রহীন
-অতীত শতাব্দীর কোনো একদিন
হয়তো বা বার বার-
বিবেকানন্দ টেরেজা বিবেকবান প্রবাসীর হাতে
পরেছিল নূতন বস্ত্র নগ্নহীন হৃদয়ে-
বিবেকের সুন্দর পোশাকে কি বিস্ময়-
মানবতার সেই আলোকছটা!
আমরা দেখেছি তা, আমরাই প্রমান তার
আবার এসেছে ক্রমে ক্ষীন মনুষ্যত্ব
মানবতার হৃদয় করেছে আঘাত- ধর্ষণ
হিংস্রতার আলিঙ্গন- ছিড়েছে বস্ত্র
আমারেই ভাই বোন তারা-
আমাদের চোখে রয়েছে লেখা সেকথা
এই যুগের মানবতা-