বুকের কোনে এখনো এক টুকরো আলো
জেগে থাকে টিপ টিপ করে-
তেল শেষ প্রজ্জ্বলিত প্রদীপের নিভু নিভু
সলতের মতো।
কর্মব্যস্ত দিনের জনরবে ঘুমিয়ে পড়ে
সেই আলো- নেমে আসে এক স্বতন্ত্র জগত,
চাপা পড়ে যায় কত কথা, অতীত স্মৃতি-
ক্লান্তির অনুভব- রাত্রি আসে ক্রমাগত
নৈশ কান্নায় বুক ভাঙে- পৃথিবী ঘুমোতে যায়
ক্ষীণ আলো আরো জেগে ওঠে মাথা চড়া দিয়ে
আমার হৃদয়ের কোনে-
এমনি করে কেটে গেছে কত দিন
আরো কেটে যাবে কত রাত-
তবু কি একটি ভূলের হবে না ক্ষমা?
যে শোকের অশ্রু জলে লিখা হয়
জীবন পঞ্জিকায় প্রতিটি রাতের কথা
সেখানে শুধুই সূচনা-
উপসংহার যায় হারিয়ে একটি ভূলে ক্ষমা নিয়ে।