প্রবল বাসনা মনে সুস্থ শরীরে বাঁচার
প্রতিকূল পরিবেশ মূলে শুষ্ক মৃত্তিকার
দিনে দিনে ক্ষয় রোগ করেছে জীর্ন শরীর
চার পাঁচটা হলদে পাতা তাই নিয়ে উচ্চশীর।
সন্মুখে মৃত‍্যু দাড়িয়ে যুদ্ধ চলছে অনর্গল
স্বপ্নভাঙা যন্ত্রনায় ছল্ ছল্ দুচোখে জল।
কোথাও সবুজ নেই শুধু হলদেতে ভরেছে
শুন‍্যতার হাহাকারে বারবার তাকে ডেকেছে।


এখনো ফুটতো কুসুম যদি দিতে একটু জল
মৃত্তিকা কর্ষন করে রৌদ্র ঢাকা সে আ‍ঁচল।
ঘন পাতায় পাতায় নবারূন অবয়ব
সতেজ কাষ্ঠল কান্ড; রুক্ষ জরা যেতো শব।
ডগায় ডগায় কুড়ি ফুলেদের মৃদু হাসিতে
ভ্রমরার গুঞ্জন প্রেমে যদি আবারো জাগাতে।
অঙ্গ প্রতঙ্গে দুরন্ত ফিরে পাওয়ার ইচ্চায়
তবুও নিলাম বিদায় যন্ত্রনার অনিচ্ছায়।