চিরশান্তির নিরবতা নিয়ে ঘুমিয়ে পড়েছি
এই শীতসিক্ত কার্তিকের মেঠো অন্ধকারে-
কি শীতল! কি আরাম! পৃথিবী শান্ত-
আমি চাইনা দিনের হিংস্র; আলোক সূর্য আভা
ভীড় করা করুন স্মৃতির জমাটি কান্না,
বিস্মৃতির অস্পষ্টতায় হারিয়ে যাক সব স্মৃতি।
আমি চাই শুধু অন্ধকার-
আলোহীন নিঃশ্রূতি অন্ধকার।
ভোরের পাখি দিয়োনা এখানে কাকলি
আমি অন্ধকার ভালোবাসি-
চাইনা ঊষার কমলা রবি।
ঝিঁ ঝিঁ পোকার শব্দে চির থমকে যাক
এই পরম শান্তির রাত্রি-
আর যাবো না কার্তিকের অন্ধকার থেকে
আলোক পৃথিবীর দিকে-