কিছু সময়ের কাছে হেরে যাই তুমি- আমি
                                 হয়তো আমরা সোবায়
ব্যর্থতা জমে ওঠে যেন আমাদের
                                মনের কোনায় কোনায়
সমগ্র শরীর শ্লথ হয়ে পড়ে
                           অশ্রূ বেরোতে চায় উছড়ে।


দিন শেষে রাত নামে; নিবিড় আন্ধার ঢেকে যায়
                  প্রলয়ের ব্যথায় সৃজন নিস্চুপ থাকে- ধরনী তরনী ভাসে রজনির স্পর্শ দর্শ চেতনায়
          জীবন; জীবন ভূলে  হিংস্র ট্র্যাজেডি ডাকে।
জ্ঞানের জগতে ঢুকে পড়ে হতাশা
                  বেমালুমে কেটে যায় আলোক নিশা।


সম্মুখে থমকে দাঁড়ায় গোটা পৃথিবী
                     অনন্ত বিশ্বের গ্রহ নক্ষত্র সূর্য তারা
সকলে আঁকে জীর্ণ মানসিকতার ফেকাশে ছবি-
                ভালোবেসে প্রতিশ্রূতি দিয়েছিল যারা।
বিতৃষ্ণায় চিন্তার দল কূন্ডল পাকিয়ে
                   বিষন্নতার রেশ যায় আরো বাড়িয়ে।


ভেঙ্গে যায় আশা ভেঙ্গে যায় স্বপ্ন
                       সংসার প্রগতির পথ চলার গতি
সায়ংসন্ধ্যে নামে দুর্ভাবনা দুঃস্বপ্ন
                      নিভিয়ে দিয়ে যত আনন্দ ভাতি।


কান্টা জর্জরিত থমকিত সময়ের পথে
     অচল হয়েও, চলতে হয় দুচারিটি অশ্রুর সাথে।