চূপ,
সারিসারি আম জাম ডুমুরের পরশ
প্রানভরে নিচ্ছে- কৃষ্ণপক্ষ রাতের সরস
বর্ষাস্তব্ধ  আস্বাদ- চামচিকা লক্ষ্মিপেঁচার
উচ্ছৃঙ্খল ঘোরাফেরায়- রাত্রীলোলূপ নিশাচর  
হৃদয়-জমে আছে মনে তার মুঠোমুঠো বিরক্তি
সেই এক ভিন্ন জীবনেন প্রানখোলা শান্তি-


আন্ধার চারিদিকে আন্ধার আজ নেই রানার
রয়েগেছে তবু অশান্ত মনের ক্ষমাহীন ধিক্কার।
উদিত সূর্য‍্যের ভয়ে শব্দহীন মানুষের চিৎকার
খাদ‍্য ইতস্তত প্রসাধনীর মাঝে শান্তিহীন হাহাকার।
শহরের শব্দাঘাতে চূরমার ঢলে পড়া জীবনের
থেকে বহুদূরে- জনহীন নিসর্গনন্দন এই আন্ধার।


এই অনন‍্য ব‍্যপ্তিটা আসে নগরের আড়ালে
দির্ঘশ্বাষে দিনগত পাপক্ষয় শহরের যাঁতাকলে।
বারবার ভূলতে হয় বনবিতান সবুজের উন্মুক্ততা
মহুয়াদেশের প্রানখোলা নৈসর্গীক উদারতা।


মানুষের পার্থিব রূঢ় ও নিয়মের আসক্তি
বোধহীন অর্থের তৃপ্তিমাখা বনলতার শান্তি।