নীলা এখানে গভীর অন্ধকার
আলোর বিন্দু নেই; পৃথিবী থমকে-
ধূসর আকাশের বুক অশ্রুতিক্ত মেঘে ঢাকা।
অস্পষ্ট শোকের শব্দ চারিদিকে অবিরত
উঠছে বেজে-
চরিত্রের মোড়কে বাঁধা সোবায় যেন
পুতুলের মতো অভিনয় করছে
আমাকেও নিচ্ছে ডেকে-
বিশ্বাস অবিশাষের দ্বিধায় মন নিশ্চল
আমি এক উদাসিন চরিত্র এখানে-
কি অদ্ভুত এ জগৎ!
হাঁসতে গিয়ে কেঁদে ফেলছে হৃদয়-
নির্বান্ধব জীবনের দুর্লভ ভালোবাসাহীন জগৎ
এত জালাময়- কষ্ট কালিতে মন ঢাকা?
বিচক্ষণতার প্রতিভায় ভাবিনি কখনো
জীবন এত অন্ধকারে ভরে যায়-
আলোর আনন্দ পথ হারিয়েছি,
কঠিন বরফের থেকে তরলে গলে যেতেই
মনের অবচেতনার স্বপ্ন গুলো,
বাস্তবতার লেলিহান শিখাতে-