আমি এখন অন্ধকার ভালোবাসী
ভালোবাসী একান্তে নিস্তব্ধ নদীর মোহনা,
জনশূন্য সাগরের ঢেউ-
আর মৌন নির্জনতা ভালোবাসী।
এ কেমন যেন স্বতন্ত্রতা!
সৃজনতার সুশীল শান্ত প্রবাহ
আজ আমার তৃষ্ণার পানীয়।
প্রতিকার অবকাশ এলে
বিকট উৎকন্ঠা বাড়ে, বাড়ে অস্থিরতা-
এ যেন দিনমান আলোর উচ্ছাস নয়
মৃত গোলাপের কাঁটা জেগে উঠে হৃদয়ে
আমাকে বিদ্ধস্ত করে- চঞ্চলতা বাড়ে।
বুকের পাঁজরে পাঁজরে ফাটলের শব্দ বেজে ওঠে ।
অশান্ত দিনের বিরুদ্ধতা মুছে ফেলে
অন্ধকার ভালোবেসে
অসীম নির্জনতার দেশে পাড়ি দিতে ইচ্ছে করে।