নীলা এইখানে বারবার আমি
ঘুরে ফিরে আসি-
তোমার চূলের মতো গাঢ় কালো মেঘের মাঝে
ঊজ্জ্বল নক্ষত্রের চলাফেরা সীমানায়-
এমন ব‍্যপ্তিতে আমার মন লালিত হতে চায়
আশ্বিনের এই মনোরম রাত্রিতে।
কংক্রীট শহরের পুরানো প্রাসাদের ফাটলে
আমার জীবনের অশ্বত্থ মূল- ছটপট করে-
তোমাকে চায়- এই নির্জন অরন‍্যের অন‍ন‍্যতায়।
সারি সারি দেওদারো মহূয়ার বাতাসে
মিশে যায় তোমার ঘনরাশি কেষে।
ঔসব টাকার ইশারায় -কী পেয়েছি?
কী দিয়েছো?- ভীন্ন জীবনের স্বাদ অতৃপ্ত নিরস
শুধুই লেগে আছে তোমার আলতো পরশ।
বারংবার প্রত‍্যক্ষ করেছি নির্মম পার্থিব
ঘনিয়ে আসে সন্মুখে হানাহানি শিকার
মানুষে মানুষের মুখে ছোড়ে রাশি রাশি ধিক্কার।
নিদ্রাচ্ছন্ন পৃথিবী অপ্রান ঘুমের কৃস্টিতে
জীবনের সব লেনদেন শেষ করে
আলোর জোনাকিরা ঘুমিয়ে পড়ে-
পলাশ ঘেরা সোনাঝুরির ইঙ্গিতে
পৃথিবীর রং বদলায়-
জীবনের নতুন কোনো এক ঠিকানায়