পিতা মাতা অমূল‍্যধন
বুঝবি না এখন
বুঝবি সেদিন সোবায় থেকেও
কেউ থাকবে না যখন।


নিজের নিজের স্বার্থ ধরে
সোবায় দেবে হাঁটা
বউ বল আর ছেলে মেয়ে
বুঝবে না কেউ তোর দুঃখটা
তাই ঐ জনমে কী হারালি
অমূল‍্য রতন
বুঝবি সেদিন সোবায় থেকেও
কেউ থাকবে না যখন।


মায়ের আঁচল বাবার দুহাত
ভালোবাসার স্নেহ
বাকি সোবায় ভালোবাসে
টাকার জন‍্য তোর দেহ
তাই ঐ পৃথিবীর একমাত্র
পিতামাতাই আপন
বুঝবি সেদিন সোবায় থেকেও
কেউ থাকবে না যখন।



গীতিকবিতা