ঘুমন্ত শিশুর মতো - কখনো জেগে উঠি হেঁসে
তুমি আছো ভেবে
কখনো জেগে উঠি কেঁদে -তুমি নেই ভেবে।
অবচেতনার ভূল হয় তোমার থাকা বা না থাকা ঘিরে
কিন্তু বাস্তবতা কখনো ভূল করে না
কারন তোমার থাকাটা শাশ্বত।


প্রস্থান মানে চলে যাওয়া নয়
রং তুলিতে এঁকে এক নিমেষে তা মুছে দেওয়া নয়
তোমার ঊজ্জ্বল উপস্থিতি।
একাকিত্বের দীর্ঘ সময় স্রোত ভেঙে দিতে পারে
যন্ত্রনা বিষাদ মুখর তীব্রতা,
ভালোবাসার ঘনত্ব কে নয়!

তুমি তো বলেছিলে ভূলে যাবে সব
ভূলে তো যেতে চেয়েছি বারংবার- আষ্টেপৃষ্ঠে জড়ানো সব স্মৃতি
বারংবার ছুড়ে ফেলতে চেয়েছি ওই দুর্ভাগ্যের সময় গ্রন্থিকে,
সহজ কিশোরের মতো আবারো হৃদয় দিতে চেয়েছি
আর একটি হৃদয় কে-
তবু দিতে পারিনি হৃদয়।
বেরিয়ে পড়তে পারিনি স্মৃতিদের কালো বাক্স থেকে।
তাছাড়া ভয় হয় খুব- যে নিখুঁত নীড় বাঁধা অত সহজ নয়
তাকে নিমেষে বিদ্ধস্ত হতে দেখেছি - ভেঙে পড়তে দেখেছি
ঝড়ো তান্ডবে।


জীবনের ব্যাপ্তিতে প্রতিদিন অতীত কে ভূলে যাওয়ায়
জীবনের প্রবৃত্তি।
তবুও যে অঘটন ঘটে, হৃদয়কে স্তব্ধ করে
স্মৃতিদের ভীড়ে যে স্মৃতি টি বিক্ষোভ করে
তাকে ভোলা যায় না নীলা।