একটুখানি শয্যা
যোনির ভেতরে রক্তিম ভালোবাসা
বিশ্বের দ্বারে দ্বারে; বড়ো বড়ো শহরে
গর্বিত রক্তিম ভালোবাসার আকণ্ঠ প্রায়।
আমি জেনেছি ক্ষুদ্র ভালোবাসার আধেয় আঁধার
নগণ্য প্রায়-


দিনভর চলে নাটকের খেলা
শায়ান্ন প্রদীপহিন নিশিতের ভালোবাসা ।
রাজা আছে মরেনি, মানুষ ভূলে গেছে
শুধূ রানীর ভালোবাসায় মাৎসর্য্য নিয়ে উন্মাদ প্রায়।


থই থই করে দিঘির জল,
কোকিলের কণ্ঠে নিশা বসায়।
পুষ্প সৌরভে পতঙ্গরা মাতে
আজ শুধু ভোর হয়- আমার হিয়ার মাঝে
বিংশ শতাব্দীর পর।


আমি জানি আমার এ লেখ সিগন্যাল প্রায়
বড়ো বড়ো শহরে ও নগরে-
রাস্তার আদেশে চন্দ্র সূর্যের আলো মেখে
মানুষ নিয়েছে আজ পশু দের ভালোবাসা কে
নীল আকাশের চেয়েও বড়ো।


আমি সেই দিন খুঁজি-
রাজা আসুক,
বায়ান্ন প্রদীপন হৃদয়ের মাঝে
জারাই শুধু রাজা হোক
একটু খানি শয্যা ভালোবাসা
সুদীর্ঘ হোক জারার পদতলে।
রক্তিম ভালোবাসা ! রক্তিম ভালোবাসা
ময়ূর খাপার মতো শ্রী বর্ধন হোক!!