আমি গোটা দিন ঘুরে ফিরে দেখি
                              এই রঙিন সুন্দর পৃথিবী-


কখনো চোখে ভেসে উঠে-


রৌদ্র ঝিলমিল প্রাত আকাশ
নিঝুম দুপুরের মেঠো বাতাস।


কখনো হারিয়ে গেছি-


ঝলমল স্বর্নাভ মহাশূন্যে
চন্দ্রিমার আলোর অকার্প‍ন্যে।


কখনো উড়িতেছে মন-


বনে বনে রঙে রঙে ফুলেদের সাথে
অসংখ্য প্রজাপতির রঙিন পাখনাতে।


কখনো দিন ফুরিয়েছে-


শীতল বিকেলে ঘরে ফেরা পাখিদের সাথে
যখন গোধূলি উড়িতেছে অস্তগামি সূ্র্য্যের
                                      আলোতে।


আমি গোটা দিন ঘুরে ফিরে দেখি
                              এই রঙিন সুন্দর পৃথিবী-


কখনো হৃদয় খেলা করে-


ঘাটে ঘাটে মাছেদের পালে
সন্ধ্যে দীঘির সবুজ জলে।


কখনো হারিয়েছি সব ব‍্যথা মাঝরাতে।


উড়িতেছে পেঁচা মধ্যরাত্রীর গগনে
সীমাহীন হরষে আপনো মগনে।


কখনো মৃদু স্পর্শে অতন্দ্র কার্তিকের ভোর-


ক্ষীন হয়ে আসে পৃথিবী শিখরে চন্দ্র আভা
ক্রমাগত নামে শীশীর ভেজা ঊষার অরূনাভা।


কখনো প্রকৃতির সুরে হারিয়েছে দিশা-


আম্র ডালে কোকিলের কুহূতান
রঙিন বসন্তের অপরাহ্ণে।


আমি গোটা দিন ঘুরে ফিরে দেখি
                              এই রঙিন সুন্দর পৃথিবী-