সমস্ত দিনের শেষে স্বেদসিক্ত শরীরে
ক্ষমাহীন ক্লান্তিরা জড়ো হয় এসে;
অস্থির হাইওয়ের ফুটপাতে
তখন ঘরে ফেরার অপেক্ষাতে
জীবনের এক মেরু থেকে অন্য মেরুর দিকে
রওনা দিই দিনের রূঢ় আয়োজন শেষে
অলিক স্বপ্নের পিছে পিছে।
সরকারি বাসের সিটে
সতেজ পৃথিবীর স্বাদ জাগে
স্নিগ্ধ সবুজের রোমন্থনে-
মাতাল করা বাতাসে মহূয়ার ঘ্রানে
মনে পড়ে যায় শাঁওয়াল পরগনা রয়েছে সেখানে।
অবারিত শতবার হৃদয় ছুটে যেতে চায়
কেন্দু পাতার সুশীতল ছায়ায়-
শিশুরা খেলা করে সেখানে মুক্ত জীবনানন্দে
আমি এক অতিথি শিশু হতে চাই সেখানে
যেখানে শান্তি ও আহ্লাদের অনন্য পরিসর
কামিনি মায়ের সাজানো মাটির ঘর-
অবাধ জীবনের অঢেল স্বচ্ছলতা
বন্ধুর প্রতি বন্ধুর অসীম ভালোবাসা
আর দলবদ্ধ এক অপূর্ব সামাজিকতা
নেই কোনো অগাধ চাহিদার আড়ম্বর
আছে ক্ষুদ্র প্রাপ্তির শান্তি জীবনভর।
সরকারি বাসের সিটে
এই রঙিন পৃথিবীর স্বাদ জাগে।