উৎকৃষ্ট মাংসাশী প্রানীর সাথে
সাযূজ‍্য রেখে- রক্তের আঁশটে গন্ধে
আমিও শিকার করেছি প্রাতরাশে
আমার খাবারের ডিসে কোনো হরিনীকে।


আবারো ঘনায়ে আসে রাত্রী
আমার খাবারের সময়- সন্ধ‍্যাভোজন-
দিনের সমস্ত বিষন্নতা ফেলে-আসে
সুতৃপ্ত হাড় মাংসল আমীষ রন্ধন।


সেইরাতে হরিনীর সাথে সাযূজ‍্য রেখে
নদীজলে পূর্নিমার চন্দ্রের প্রতিবিম্বে-
ঝলমল অপরূপ চন্দ্রহরিনীকে
আলিঙ্গনের স্বাদ জাগে মনে মনে-


তখন দ্বিধায় নিশ্চল থমকে সন্মুখে
আলেয়ার ঝাপসা আলো চোখে -
পথহারায়- স্বাদ হারায়- আমার ডিসে
মৃত হরিনীর অপরূপ রূপে!