লাল গেরূয়া সবুজের শিবিরে
ফুরিয়েছে মানবতা-
এদিকে ওদিকে হিংস ধ্বজার আস্ফালন
শ্লোগানের পর শ্লোগান ছড়িয়ে যায় নিছক বিবাদ।
রেষারেষি দাঙ্গা তোষন শোষন চলে-
কোথাও মুসলিম রক্তে ভিজেছে মন্দির
কোথাও দিতেছে হিন্দু বৌদ্ধ প্রান।


চলে গেছে তাই আকবর আত্মা
ঔরঙ্গজেবের রাজত্ব ছেড়ে-
মৃত্যু দহনে তবু সে সম্প্রীতি হাতছানি দেয়
কোটি কোটি প্রজার বুকে-


নজরুল নেই-আছে শত শত কবি
তাদের রক্তে স্বার্থের কনা করে আনাগোনা
সাম্যের কবি নয় তাই তারা-
রাজা রানির রাজ্যে সেজে গুজে
প্রসাধনে, সভা কবি তারা-


সম্প্রতি শান্তির ঘন ছায়া লীন-
নানান ধর্ম জাতির দেশে
শত শতাব্দীর প্রাচীর টপকে
বুক ফুলিয়ে উঠেছে আদর্শ-
চাই না শান্তি; চাই না সম্প্রীতি
চাই শক্তি-শোষণ-রাজত্ব।