তবু সে রাত আসুক ফিরে-


চোখে চোখ হাতে হাত রেখে
পাড়ি দিয়েছিলাম সেদিন দিগন্তহীন পথ।


তোমার নখের আঁচড়ে
কিছু কোমল স্পর্শে-
জেগে  উঠেছিল আমাদের এক
অদ্ভুদ নীবিড় প্রেম।


বেঁহূশ ভালোবাসার অন্ধ আবেগে
সে দিন রাত ঘনিয়ে এসেছিল-
হারিয়ে ছিল তার বিরতি
দুটি অপরিনয় হৃদয়।


ভোর হল-
ছেদ্ লীপ্ত সকালের ক্রন্দন ধ্বনি
বেজে উঠলো আমাদের প্রনয় মাঝে।
তুমি ছেড়ে গেলে হাত-
বিরতিহীন স্বপ্নীল মনোরম রাত্রী।


থমকে গেল গোটা পৃথিবীটা!
চোখের জলে নিদারূণ কষ্টে
শুধু একটি রাতের অন্তিম প্রাতে।


তারপর; বহূরাতের হয়েছে অবসান
রাত গুনে অঝর নয়নে।
তবু ভূলিনি তারে
সে রাত আবারো আসুক ফিরে।