কিছু সময়ের সীমা নির্দিষ্ট আমি এক জীব
দূর্বাঘাঁস ডগে শিশিরের মতো ক্ষনিক সজীব।
পদে পদে হানাহানি সন্মুখে দুর্ঘটনা
মৃত‍্যু নিশ্চিত তবুও মনে অতি বাসনা।


মৃত‍্যুঞ্জয় নিজেকে ভেবে পথ চলা
অমৃত পানকারী কাল গর্ভ ভোলা।
অতি প্রাচূর্য্যে ফুলে ফেঁপে মোরে
অর্থের পিছনে সারাদিন ঘুরে-
কিছু সময়ের সীমা নির্দিষ্ট আমি এক জীব
বর্ষার ডানা ভাঙা উভুইয়ের মতো ক্ষনিক সজীব।


কীশোর যৌবন বার্ধক‍্য শেষে নিজেকে চিন্তে ইচ্ছে করে-
শামুকের মতো একটু বেরিয়ে।
কালাকালের দিন শেষে কী পেলাম কী দিলাম
এতদিনের মায়াজালে নিজেকে হারালাম।
বোধহীন এক চাহিদার মজলীসে
সংসার নিয়ে গেছে জীবনের সব শুষে।