একটুকরো মাংস নিয়ে ছোটাছুটি করে
কোনো এক কাক, ছেড়ে দিয়েছে তার আশা
অসংখ‍্য কাকের জনসমুদ্রে-
রক্ত আবিষ্ট চঞ্চু- শিহরিত হানাহানি
তবু তার স্বাদ পেতে চায় ইন্দ্রিয় অনুভূতি।
সমস্ত প্রতিযোগিতার অন্তিম ব্যর্থতায়
জীবন প্রতিকূলতার বিরূদ্ধতায়-
কোনো এক সময় তার চোখে বিস্ময়!
লালসার শান্তিতে ভরে গিয়ে
সমস্ত ইন্দ্রিয়- নগন‍্য মাংসপিন্ডে-
জিহ্ববায় তার অরুচি- শনীৎগন্ধে
রক্তের গন্ধ মুছেফেলে, ডানাঝেড়ে
পৃথিবীর সব ভূলে- এই রাজ‍্য ছেড়ে
কোকিলের ডানায় উড়ে যেতে চায়
জীবনের কোন্ দূরন্ত প্রত‍্যাশায়
প্রেম- বোধ- চেতনার মোক্ষ সারাৎসারে।